পশ্চিমবঙ্গের সমস্ত মহিলাদের জন্য সুখবর, পশ্চিমবঙ্গ স্বাস্থ্য অধিকর্তা ও আশা কর্মী নির্বাচন কমিটির পক্ষ থেকে আশা কর্মী নিয়োগের ব্যাপারে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে পশ্চিমবঙ্গের একটি নির্দিষ্ট জেলার নির্দিষ্ট কিছু মহাকুমা তে আশা কর্মী নিয়োগের ব্যাপারে ইচ্ছুক প্রার্থীদের আহ্বান জানানো হয়েছে। এই পদে আবেদনের শেষ তারিখ 28 সেপ্টেম্বর 2022 বিকেল পাঁচটা।
আজকের এই পৃষ্ঠাতে আমরা আশা কর্মী নিয়োগ 2020 পশ্চিমবঙ্গের এই নির্দিষ্ট জেলার নির্দিষ্ট মহাকুমার শূন্য পদের সংখ্যা কত? কিভাবে নিয়োগ করা হবে? আবেদন কিভাবে করতে হবে? সে বিষয়ে বিস্তারিত আলোচনা করছি। আপনি আপনার বাড়ির কোন মহিলা বা আপনার কোন পরিচিত মহিলা আশা কর্মী পদে নিয়োগ হতে চাইলে এই পৃষ্ঠাটি ভালভাবে পড়ুন।

আশা কর্মী নিয়োগ 2022 পশ্চিমবঙ্গ
পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ সদর মহকুমার অন্তর্গত বিভিন্ন ব্লকে আশা কর্মী নিয়োগের জন্য ওই এলাকার মহিলা প্রার্থীদের দরখাস্ত জমা দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। অর্থাৎ এইযে আশা কর্মী নিয়োগ হবে এটি শুধুমাত্র উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ সদর মহকুমার অন্তর্গত বিভিন্ন শূন্যপদে এবং আবেদনকারী প্রার্থীকেও ওই এলাকার মহিলা হতে হবে।
আশা কর্মী নিয়োগ 2022 পশ্চিমবঙ্গ, উত্তর দিনাজপুর – কিছু গুরুত্বপূর্ণ অংশ
নিয়োগ সংস্থা | আশা কর্মী নির্বাচন কমিটি |
মোট শূন্যপদ | ১৮ |
পদের নাম | আশা কর্মী |
পোস্ট বিভাগ | চাকুরী |
চাকুরি স্থান | উত্তর দিনাজপুর, পশ্চিমবঙ্গ |
অ্যাপ্লিকেশন মোড | অফলাইন |
নির্বাচন প্রক্রিয়া | ইন্টারভিউ |
অফিশিয়াল ওয়েবসাইট | http://uttardinajpur.gov.in/ |
খাদ্য দপ্তরে চাকরির বিজ্ঞপ্তি বেতন ৪০ হাজার থেকে ১ লাখ ৪০ হাজার টাকা
খাদ্য দপ্তরে চাকরির বিজ্ঞপ্তি বেতন ৪০ হাজার থেকে ১ লাখ ৪০ হাজার টাকা
আশা কর্মী নিয়োগ 2022 পশ্চিমবঙ্গ, উত্তর দিনাজপুর গুরুত্বপূর্ন তারিখগুলো
বিষয় | তারিখগুলি |
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ | ০৬/০৯/২০২২ |
আবেদন শুরুর তারিখ | ০৭/০৯/২০২২ |
আবেদনের শেষ তারিখ | ২৮/০৯/২০২২ |
আবেদন ফি | ৫ টাকার ডাকটিকিট |
আশা কর্মী নিয়োগ 2022 পশ্চিমবঙ্গ, উত্তর দিনাজপুর শূন্যপদের বিবরণ
আমরা আমি পড়েছি আশা কর্মী নিয়োগ হবে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ সদর মহকুমার বিভিন্ন ব্লগে তোর নিচে আমরা সেই ব্লক অনুযায়ী শূন্যপদের বিবরণ তুলে ধরেছি।
জেলা-উত্তর দিনাজপুর, মহকুম- রায়গঞ্জ, ব্লকের নাম-রায়গঞ্জ এখানে শূন্যপদ
পঞ্চায়েতের নাম | সাব সেন্টার এর নাম | গ্রামের নাম | শূন্য পদ | জাতি |
ভাতুন | তাজপুর | সিদ্দিকপাড়া | ০১ | সাধারণ (UR) |
শিটগ্রাম | দীপনগর | দীপনগর দাসপাড়া | ০১ | তফসিল উপজাতি (ST) |
গৌরী | অনন্তপুর | অনন্তপুর | ০১ | তফসিলি জাতি (SC) |
গৌরী | বিসাহার | যুগেআমের | ০১ | সাধারণ (UR) |
বির্ঘাই | পোয়ালতোড় | পরধা | ০১ | তফসিলি জাতি (SC) |
বরুয়া | বামনগ্রাম | মারিয়া | ০১ | সাধারণ (UR) |
বরুয়া | ভোমরা | রায়পুর | ০১ | তফসিলি জাতি (SC) |
জেলা- উত্তর দিনাজপুর, মহকুম- রায়গঞ্জ, ব্লকের নাম- কালিয়াগঞ্জ এখানে শূন্যপদ
পঞ্চায়েতের নাম | সাব সেন্টার এর নাম | গ্রামের নাম | শূন্য পদ | জাতি |
রাধিকাপুর | বাবাণিপুর | ভাবক | ০১ | সাধারণ (UR) |
বরুনা | ডিলাপুর | ডিলাপুর | ০১ | তফসিলি জাতি (SC) |
জেলা- উত্তর দিনাজপুর, মহকুম- রায়গঞ্জ, ব্লকের নাম- হেমতাবাদ এখানে শূন্যপদ
পঞ্চায়েতের নাম | সাব সেন্টার এর নাম | গ্রামের নাম | শূন্য পদ | জাতি |
চৈনগর | চৈনগর | চৈনগর+ অসমানহাট | ০১ | সাধারণ (UR) |
চৈনগর | ভরতপুর | বহিন- পাহাড়পুর | ০১ | তফসিলি জাতি (SC) |
নওড়া | অনন্তকটা | রামপুর | ০১ | সাধারণ (UR) |
হেমতাবাদ | সমসপুর | কিসমতসীমলা+ সমসপুর | ০১ | সাধারণ (UR) |
হেমতাবাদ | হরিনারায়নপুর | ককরসিংহ | ০১ | তফসিলি জাতি (SC) |
জেলা- উত্তর দিনাজপুর, মহকুম- রায়গঞ্জ, ব্লকের নাম- ইটাহর এখানে শূন্যপদ
পঞ্চায়েতের নাম | সাব সেন্টার এর নাম | গ্রামের নাম | শূন্য পদ | জাতি |
সুরুন ১ | সুরুন | হরিপুর | ০১ | সাধারণ (UR) |
দুর্গাপুর | হাসুয়া | মহাসুন্দ | ০১ | সাধারণ (UR) |
মর্ণই | বাঙ্গার | আমপাড়া | ০১ | সাধারণ (UR) |
আশা কর্মী নিয়োগ 2022 পশ্চিমবঙ্গ, উত্তর দিনাজপুর আবেদনের শর্ত
- বিবাহিত বিধবা মহিলারা আবেদন করতে পারবেন।
- আবেদনকারী প্রার্থী ওই নির্দিষ্ট গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- গ্রেড 1 এবং 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা, প্রশিক্ষণপ্রাপ্ত দাই হলে আবেদনের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।
- একজন প্রার্থী শুধুমাত্র একবারই আবেদনপত্র জমা দিতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা
প্রার্থীকে অবশ্যই স্বীকৃত বিদ্যালয় অথবা ইনস্টিটিউশন থেকে মাধ্যমিক ও বা তার সমতুল্য পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। উচ্চশিক্ষার সার্টিফিকেটের সাহায্যে এই পদে আবেদনের ক্ষেত্রে কোন বাড়তি অগ্রাধিকার পাওয়া যাবে না।
আশা কর্মী নিয়োগ 2022 বয়স সীমা
সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা 30 থেকে 40 বছরের মধ্যে হতে হবে তপশিলি জাতি উপজাতি প্রার্থীদের বয়স থেকে 40 বছরের মধ্যে হতে হবে।
আশা কর্মী নিয়োগ 2022 নির্বাচন প্রক্রিয়া
জমা করা আবেদন পত্রের ভিত্তিতে প্রার্থীকে ইন্টারভিউয়ে ডাকা হবে, এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে। ইন্টারভিউ এর তারিখ ও সময় এবং স্থান প্রার্থীদের ঠিকানায় ডাকযোগে পাঠিয়ে দেওয়া হবে।
উত্তর দিনাজপুর, পশ্চিমবঙ্গ আশা কর্মী পদে কিভাবে আবেদন করতে হবে
সবার প্রথম প্রার্থীকে উত্তর দিনাজপুর জেলার আধিকারিক ওয়েবসাইটে (http://uttardinajpur.gov.in/) গিয়ে আশা কর্মী নিয়োগের আবেদন পত্র ডাউনলোড করতে হবে। এছাড়া আবেদনপত্র ডাউনলোড করার লিংক নিচে দেওয়া আছে, ওখান থেকেও আপনারা ডাউনলোড করতে পারেন।
- সবার প্রথম প্রার্থীর উপস্বাস্থ্য কেন্দ্র এবং গ্রামের নাম লিখতে হবে।
- পাসপোর্ট মাপের সম্প্রতি তোলা একটি ছবি আবেদনপত্রের সঙ্গে জুড়ে দিতে হবে।
- আবেদনকারীর নাম, স্বামীর নাম, পিতার নাম, আবেদনকারীর ঠিকানা, যোগাযোগ নম্বর, বৈবাহিক পরিস্থিতি, সচিত্র একটি প্রমাণপত্র আবেদনপত্রের সঙ্গে জুড়ে দিতে হবে।
- সাম্প্রতিক ভোটার লিস্ট অনুসারে পুনরায় আবেদনকারীর নাম, স্বামীর নাম, এবং ভোটার কার্ড নাম্বার লিখতে হবে।
- মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার নাম পরীক্ষার বোর্ড, পরীক্ষায় বসার বছর, মোট কত নাম্বার এর পরীক্ষা হয়েছিল, কত নাম্বার পেয়েছিলে, শতকরা হিসাবে কত পার্সেন্ট নাম্বার পেয়েছিলেন, সেই বিষয়ে তথ্য পূরণ করতে হবে।
ফর্মটি ভালো ভাবে পূরণ করার পর সবার নিচের বামদিকে তারিখ ও ডানদিকে আবেদনকারীর সই করে নির্দিষ্ট ঠিকানায় ডাক যোগের মাধ্যমে পাঠাতে হবে। কোন ঠিকানায় পাঠাতে হবে সে বিষয়ে বিবরণ নিচে দেওয়া আছে।
উত্তর দিনাজপুর, পশ্চিমবঙ্গ আশা কর্মী পদে আবেদন করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র
নিচে দেওয়া সমস্ত ডকুমেন্টস গুলি জেরক্স করে ও সেল্ফ অ্যাটেস্টেড করে আবেদন ফরমের সাথে জুড়ে দিতে হবে।
- পরীক্ষার এডমিট কার্ডের জেরক্স।
- সাম্প্রতিক রঙিন পাসপোর্ট ছবি।
- 5 টাকার ডাকটিকিট ও নিজের ঠিকানা লেখা খাম।
- মাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেট।
- বয়সের সার্টিফিকেট।
- রেশন কার্ডের জেরক্স।
- জাতি শংসাপত্র থাকলে তার জেরক্স।
- গ্রেড 1 এবং 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা, প্রশিক্ষণপ্রাপ্ত দাই, বা লিংক ওয়ার্কার হলে তার শংসাপত্র।
আশা কর্মী নিয়োগ আবেদন পত্র কোন ঠিকানায় জমা করতে হবে
আবেদনপত্র আপনি নিজে গিয়ে অথবা নির্দিষ্ট তারিখের মধ্যে ডাকযোগে আপনার নিজস্ব সমষ্টি উন্নয়ন আধিকারিক এর অফিস অর্থাৎ বিডিও অফিসে জমা করতে হবে।
গুরুত্বপূর্ণ লিঙ্ক
বিষয় | আশা কর্মী নিয়োগ 2022 পশ্চিমবঙ্গ, উত্তর দিনাজপুর |
অফিসিয়াল বিজ্ঞপ্তি ও আবেদনপত্র ডাউনলোড লিংক | http://uttardinajpur.gov.in/advertise/1397_ASHA.pdf |
অফিশিয়াল ওয়েবসাইট | http://uttardinajpur.gov.in/ |
বন্ধুর, আমার মনে হয় এই পৃষ্ঠাতে যে নিয়োগ প্রক্রিয়ার কথা আলোচনা করা হয়েছে সেটি আপনি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। এই পৃষ্ঠাটি ভালো লেগে থাকলে নিচে শেয়ার বাটন এ ক্লিক করে শেয়ার করতে পারেন।