Indian Council of Forest Research and Education Technical Assistant Recruitment: চাকরির প্রস্তুতিতে ব্যস্ত ছাত্র-ছাত্রীদের জন্য সুখবর, ইন্ডিয়ান কাউনসিল অফ ফরেস্ট রিসার্চ এণ্ড এডুকেশন টেনিকক্যাল এর তরফ থেকে আই সি এফ আর ই টেনিকক্যাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ এর দ্বারা অফিশিয়াল নোটিফিকেশন জারি করে দেওয়া হয়েছে। এই নোটিফিকেশন অনুযায়ী গ্রাজুয়েট পাস ছাত্র ছাত্রীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
ভারতবর্ষের যে সমস্ত জায়গায় ইন্ডিয়ান কাউনসিল অফ ফরেস্ট রিসার্চ এণ্ড এডুকেশন টেনিকক্যাল এর ব্রাঞ্চ রয়েছে, সেই সমস্ত ব্রাঞ্চে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। এরমধ্যে আমাদের পশ্চিমবঙ্গ রয়েছে, পশ্চিমবঙ্গ ছাড়া সমস্ত রাজ্যের ছাত্রছাত্রীরা তাদের নিজ নিজ রাজ্যে আই সি এফ আর ই টেনিকক্যাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ চাকরির জন্য আবেদন করতে পারেন।

আমরা এই পৃষ্ঠাতে আই সি এফ আর ই টেনিকক্যাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এই যেমন ধরুন, আই সি এফ আর ই টেনিকক্যাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ নোটিফিকেশন পিডিএফ কোথা থেকে ডাউনলোড করবেন? পশ্চিমবঙ্গ রাজ্যে আই সি এফ আর ই টেনিকক্যাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ এর কত শূন্য পদে নিয়োগ করা হবে? আই সি এফ আর ই টেনিকক্যাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ অনলাইন আবেদন কিভাবে করবেন? এই সমস্ত বিষয় নিয়ে খুটিনাটি আলোচনা করা হয়েছে।
আই সি এফ আর ই টেনিকক্যাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ পদে আবেদন শুরুর তারিখ এবং এই পদে আবেদনের অন্তিম তারিখ কি সে বিষয়ে আপনার জানার প্রয়োজন রয়েছে।
আই সি এফ আর ই টেনিকক্যাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ
বিগত ৯ সেপ্টেম্বর ২০২২ ইন্ডিয়ান কাউনসিল অফ ফরেস্ট রিসার্চ এণ্ড এডুকেশন টেনিকক্যাল এর অফিশিয়াল ওয়েবসাইট এ একটি বিজ্ঞপ্তি জারি করা হয় এবং এই বিজ্ঞপ্তিতে বড় ধরনের নিয়োগের ব্যাপারে ইচ্ছুক প্রার্থীদের আবেদন করার জন্য আহ্বান জানানো হয়েছে। এই নিয়োগ ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যের ন্যূনতম গ্র্যাজুয়েট পাশ ছাত্র ছাত্রীরা এই পদের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য কিছু শুল্ক প্রদান করতে হবে যার ব্যাপারে আমি নিচে আলোচনা করেছি।
আই সি এফ আর ই টেনিকক্যাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ – গুরুত্বপূর্ণ অংশ
নিচে দেওয়া টেবিলের ফরমেটটি আই সি এফ আর ই টেনিকক্যাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ নোটিফিকেশনের বেশকিছু গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরেছে।
নিয়োগ সংস্থা | ইন্ডিয়ান কাউনসিল অফ ফরেস্ট রিসার্চ এণ্ড এডুকেশন |
মোট শূন্যপদ | ২ |
পদের নাম | টেনিকক্যাল অ্যাসিস্ট্যান্ট |
পোস্ট বিভাগ | চাকরি |
চাকুরি স্থান | রেইন ফরেস্ট রিসার্চ ইন্সটিটিউট, জোরহাট |
অ্যাপ্লিকেশন মোড | অফলাইন |
নির্বাচন প্রক্রিয়া | কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউ |
অফিশিয়াল ওয়েবসাইট | |
আই সি এফ আর ই টেনিকক্যাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ বিজ্ঞপ্তি কোড
নিয়োগ কোড বা বিজ্ঞাপন নম্বর RFRI/3/213/2015-Estt./Vol.XII dated 09.09.2022
এখানে বলে রাখি যখনই কোন নিয়োগ নোটিফিকেশন পড়বেন অথবা নিয়োগ নিয়োগের জন্য অনলাইনে আবেদন করবেন অবশ্যই নোটিফিকেশন নম্বর অথবা নিয়োগ কোড নম্বরটি জেনে নেবেন। কারণ এই কোড নম্বর দ্বারা একটি নিয়োগ প্রক্রিয়া অন্য একটি নিয়োগ প্রক্রিয়া থেকে আলাদা হয়.
আই সি এফ আর ই টেনিকক্যাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগর গুরুত্বপূর্ন তারিখগুলো
নিচে দেওয়া টেবিল আকারের ফরমেটটি এই নিয়োগের বেশ কিছু গুরুত্বপূর্ণ তারিখের কথা তুলে ধরেছে।
বিষয় | তারিখগুলি |
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ | ৯ সেপ্টেম্বর ২০২২ |
আবেদন শুরুর তারিখ | ৯ সেপ্টেম্বর ২০২২ |
আবেদনের শেষ তারিখ | ১০ অক্টোবর ২০২২ কিন্তু আন্দামান এবং নিকোবর ও লাক্ষাদীপের জন্য ২৫ অক্টোবর ২০২২ পর্যন্ত |
আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ | ১০ অক্টোবর ২০২২ কিন্তু আন্দামান এবং নিকোবর ও লাক্ষাদীপের জন্য ২৫ অক্টোবর ২০২২ পর্যন্ত |
আই সি এফ আর ই টেনিকক্যাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগর শূন্যপদের বিবরণ
পোস্ট | শূন্যপদ |
টেনিকক্যাল অ্যাসিস্ট্যান্ট (বোটানি) | ১ |
টেনিকক্যাল অ্যাসিস্ট্যান্ট (এগ্রিকাল্চার) | ১ |
মোট | ২ |
ক্যাটাগরি | শূন্যপদ |
জেনারেল | ২ |
আই সি এফ আর ই টেনিকক্যাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগর বেতন কাঠামো
টেনিকক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে যোগ্য প্রার্থীদের বেতন, লেভেল-৫ ; ২৯,২০০ থেকে ৯২,৩০০ টাকা পর্যন্ত।
আই সি এফ আর ই টেনিকক্যাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগের আবেদন ফি
ক্যাটাগরি | ফি চার্জ |
জেনারেল | ৩০০ |
পেমেন্ট মোড | অফলাইন |
পেমেন্ট গেটওয়ে | ব্যাংক ড্রাফট বা ব্যাংক পেমেন্ট |
আবেদন ফি ৩০০ টাকা জমা করতে হবে সেভিংস ব্যাংক একাউন্ট নম্বর: ৩৯৩১০২০১০০০৩১৫৩ (আই এফ এস সি কোড: UBIN05393) ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, জোরহাট ব্রাঞ্চ ইন ফেভর অফ ডিরেক্টর, রেইন ফরেস্ট রেসার্চ ইন্সটিটিউট, জোরহাট।
আই সি এফ আর ই টেনিকক্যাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগর শিক্ষাগত যোগ্যতা
- গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে বিজ্ঞানে, তার মধ্যে ফীল্ড/ তার সমতুল্য হতে হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে।
আই সি এফ আর ই টেনিকক্যাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগর যোগ্যতার মানদণ্ড
- পদটি সম্পূর্ণরূপে অস্থায়ী এবং চুক্তিভিত্তিক এবং প্রাথমিক নিয়োগ এক বছরের জন্য করা হবে।
- যাইহোক, এই চুক্তির মেয়াদের মধ্যে উভয় পক্ষ থেকে ৩০ দিনের নোটিশ দিয়ে পরিষেবাটি বন্ধ করা যেতে পারে।
- আবেদনকারীকে মেডিকেলী ফিট থাকতে হবে।
আই সি এফ আর ই টেনিকক্যাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগর বয়স সীমা
আই সি এফ আর ই টেনিকক্যাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগর বয়স সীমা ২১ বছরের কম হলে চলবে না, এবং ৩০ বছরের বেশি হলে চলবে না।
আই সি এফ আর ই টেনিকক্যাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগর নির্বাচন প্রক্রিয়া
প্রথমে নির্বাচন কমিটি দ্বারা আবেদন পত্রগুলো সিলেক্ট করা হবে, তারপর নির্বাচিত আবেদনকারীদের কম্পিউটার টেস্ট হবে। পরবর্তীতে ইন্টারভিউ এর পর ক্যান্ডিডেট বাছাই করা হবে।
আই সি এফ আর ই টেনিকক্যাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগর কিভাবে আবেদন করতে হবে
- এই পৃষ্ঠার নিচের দিকে অনলাইন আবেদন করার জন্য একটি অফিশিয়াল লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কটার উপরে ক্লিক করতে হবে।
- অফিশিয়াল ওয়েবসাইটএ যাবার পর আবেদনের ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট আউট করবেন।
- তারপর ফর্মটি ফিল আপ করতে হবে।
- প্রয়োজনীয় ডকোমেন্টর জেরক্স কপি করে ফর্মের সঙ্গে যুক্ত করে দেবেন।
- চিঠির খমের উপর কোন পদের জন্য অ্যাপ্লাই করছেন সেটি লিখবেন এবং যেখানে আবেদন করছেন সেই জায়গার ঠিকানা লিখে দিবেন, তারপর আপনার ঠিকানা লিখে পাঠিয়ে দেবেন।
আই সি এফ আর ই টেনিকক্যাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগর গুরুত্বপূর্ণ লিঙ্ক
নিচের দেওয়া টেবিল ফরম্যাট এই আই সি এফ আর ই টেনিকক্যাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ এর সমস্ত গুরুত্বপূর্ণ অফিশিয়াল লিঙ্কগুলি তুলে ধরেছি।
বিষয় | ছোট শিরোনাম |
অফিসিয়াল বিজ্ঞপ্তি | Click Here |
অফিশিয়াল ওয়েবসাইট | https://iocl.com/ |
অনলাইনে আবেদন করুন | Apply Now |
ছাত্র-ছাত্রীরা আমার মনে হয় এই পৃষ্ঠাতে যে নিয়োগ প্রক্রিয়ার কথা আলোচনা করা হয়েছে সেটি আপনি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। এই পৃষ্ঠাটি ভালো লেগে থাকলে নিচে শেয়ার বাটন এ ক্লিক করে শেয়ার করতে পারেন।