IOCL Assistant Officer Recruitment 2022: আই ও সি এল অর্থাৎ ইন্ডিয়ান অয়েল কার্পোরেশন লিমিটেড এর তরফ থেকে আই ও সি এল অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ ২০২২ এর অফিশিয়াল নোটিফিকেশন জারি করে দিয়েছে। ইন্ডিয়ান অয়েল কার্পোরেশন লিমিটেড (আই ও সি এল) ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট এবং টেকনিক্যাল অ্যাটেনডেন্ট এর পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রয়োজনীয় যোগ্যতা প্রার্থীরা আই ও সি এল অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ ২০২২ এর জন্য আবেদন করতে পারেন।

ভারতবর্ষের যে সমস্ত জায়গায় আই ও সি এল এর অফিস বা ব্রাঞ্চ রয়েছে, সেই সমস্ত ব্রাঞ্চ বা অফিসে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। এরমধ্যে আমাদের পশ্চিমবঙ্গ রয়েছে, পশ্চিমবঙ্গ ছাড়া সমস্ত রাজ্যের প্রয়োজনীয় যোগ্যতার প্রার্থীরা তাদের নিজ নিজ রাজ্যে আই ও সি এল অ্যাসিস্ট্যান্ট অফিসার চাকরির জন্য আবেদন করতে পারবেন।
আমরা এই পৃষ্ঠাতে আই ও সি এল অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ ২০২২ সম্পন্ন বিস্তারিত নিয়ে আজ আলোচনা করবো। যেমন ধরুন, আই ও সি এল অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ ২০২২ নোটিফিকেশন পিডিএফ কোথা থেকে ডাউনলোড করবেন? পশ্চিমবঙ্গ রাজ্যে আই ও সি এল অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ এর কত শূন্য পদে নিয়োগ করা হবে? আই ও সি এল অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ ২০২২ অনলাইন আবেদন কিভাবে করবেন? এই সমস্ত সবকিছু বিষয়ে খুটিনাটি নিয়ে আলোচনা করবো।
আই ও সি এল অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ পদে আবেদন শুরুর তারিখ এবং এই পদে আবেদনের অন্তিম তারিখ কি, সে বিষয়ে আপনার জানার প্রয়োজন রয়েছে।
আই ও সি এল অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ ২০২২
বিগত ১২ সেপ্টেম্বর ২০২২ আই ও সি এল এর অফিশিয়াল ওয়েবসাইট এ একটি বিজ্ঞপ্তি জারি করে ডিয়েছে এবং এই বিজ্ঞপ্তিতে নিয়োগের ব্যাপারে ইচ্ছুক প্রার্থীদের আবেদন করার জন্য আহ্বান জানানো হয়েছে। এই নিয়োগ ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যের ন্যূনতম ডিপ্লোমা ও আই টি আই পাশ করা আবেদনকারীরা এই পদের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন, আবেদন করার জন্য কিছু শুল্ক প্রদান করতে হবে যার ব্যাপারে আমি নিচে আলোচনা করেছি।
আই ও সি এল অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ ২০২২ – গুরুত্বপূর্ণ অংশ
নিচে দেওয়া টেবিলের ফরমেটটি আই ও সি এল অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ ২০২২ নোটিফিকেশনের বেশকিছু গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরেছি।
নিয়োগ সংস্থা | ইন্ডিয়ান অয়েল কার্পোরেশন লিমিটেড (আই ও সি এল) |
মোট শূন্যপদ | ৫৬ |
পদের নাম | ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট এবং টেকনিক্যাল অ্যাটেনডেন্ট |
পোস্ট বিভাগ | চাকরি |
চাকুরি স্থান | জেলা অনুযায়ী |
অ্যাপ্লিকেশন মোড | অনলাইন |
নির্বাচন প্রক্রিয়া | রিটিন টেস্ট, স্কিল এবং ফিজিক্যাল টেস্ট |
অফিশিয়াল ওয়েবসাইট | https://iocl.com/ |
আই ও সি এল অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ ২০২২ বিজ্ঞপ্তি কোড
নিয়োগ কোড বা বিজ্ঞাপন নম্বর PL/HR/ESTB/RECT-2022(2)”
এখানে বলে রাখি যখনই কোন নিয়োগ নোটিফিকেশন পড়বেন অথবা নিয়োগের জন্য অনলাইনে আবেদন করবেন অবশ্যই নোটিফিকেশন নম্বর অথবা নিয়োগ কোড নম্বরটি জেনে নেবেন। কারণ এই কোড নম্বর দ্বারা একটি নিয়োগ প্রক্রিয়া অন্য একটি নিয়োগ প্রক্রিয়া থেকে আলাদা হয়।
আই ও সি এল অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ ২০২২ বিজ্ঞপ্তি কোড গুরুত্বপূর্ন তারিখগুলো
নিচে দেওয়া টেবিল আকারের ফরমেটটি এই নিয়োগের বেশ কিছু গুরুত্বপূর্ণ তারিখের কথা তুলে ধরেছি।
বিষয় | তারিখগুলি |
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ | ১২ সেপ্টেম্বর ২০২২ |
আবেদন শুরুর তারিখ | ১২ সেপ্টেম্বর ২০২২ |
আবেদনের শেষ তারিখ | ১২ অক্টোবর ২০২২ সন্ধে ৬ টা পর্যন্ত |
আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ | ১২ অক্টোবর ২০২২ সন্ধে ৬ টা পর্যন্ত |
আই ও সি এল অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ ২০২২ শূন্যপদের বিবরণ
পোস্ট | শূন্যপদ |
মোট শূন্যপদ | ৫৬ |
রিজার্ভেশন অনুযায়ী | শূন্যপদ |
আনরিজার্ভ | ৩২ |
এস সি | ১০ |
এস টি | ৫ |
ও বি সি | ৭ |
ই ডব্লু এস | ২ |
পি ডব্লু বি ডি | ১ |
ই এক্স এস এম | ৯ |
রাজ্য অনুযায়ী | শূন্যপদ |
পশ্চিমবঙ্গ (ইলেকট্রিক) | ২ |
পশ্চিমবঙ্গ টি এ | ৬ |
পশ্চিমবঙ্গ ই এ (মেকানিকেল) | ৩ |
আসাম ই এ (টি এবং আই) | ১ |
উত্তর প্রদেশ ই এ (অপারেটর) | ১ |
উত্তর প্রদেশ ই এ (টি এবং আই) | ১ |
বিহার ই এ (অপারেটর) | ২ |
হিমাচল প্রদেশ টি এ | ১ |
পাঞ্জাব টি এ | ১ |
উত্তর প্রদেশ টি এ | ৩ |
পাঞ্জাব ই এ (টি এবং আই) | ১ |
উত্তর প্রদেশ ই এ (মেকানিকাল) | ১ |
গুজরাত টি এ | ১১ |
রাজস্থান টি এ | ৩ |
গুজরাত ই এ (ইলেকট্রিক) | ১ |
গুজরাত ই এ (মেকানিকাল) | ১ |
গুজরাত ই এ (টি এবং আই) | ২ |
রাজস্থান ই এ (টি এবং আই) | ২ |
অন্ধ্রপ্রদেশ ই এ (মেকানিকাল) | ১ |
ওড়িশা টি এ | ৭ |
ছত্রিশগড় টি এ | ১ |
ওড়িশা ই এ (মেকানিকাল) | ১ |
ওড়িশা ই এ (টি এবং আই) | ২ |
ছত্রিশগড় ই এ (ইলেকট্রিক) | ১ |
মোট | ৫৬ |
আই ও সি এল অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ ২০২২ বেতন কাঠামো
- ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্টদের বেতন স্কেল ২৫,০০০ থেকে ১,০৫,০০০ টাকা পর্যন্ত।
- টেকনিক্যাল অ্যাটেনডেন্টের বেতন স্কেল ২৩,০০০ থেকে ৭৮,০০০ টাকা পর্যন্ত।
আই ও সি এল অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ ২০২২ এর আবেদন ফি
ক্যাটাগরি | ফি চার্জ |
জেনারেল/ ওবিসি/ ইডব্লিউএস | ১০০ |
এসসি/ এসটি/ পিডব্লিউবিডি | শূন্য |
পেমেন্ট মোড | অনলাইন |
পেমেন্ট গেটওয়ে | স্টেট ব্যাঙ্ক কালেক্ট |
আই ও সি এল অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ ২০২২ শিক্ষাগত যোগ্যতা
- ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট (মেকানিকাল) গ্রেড-৪: তিন বছরের পূর্ণ-সময়ের ডিপ্লোমা (অথবা ন্যূনতম এক বছরের মেয়াদের আই টি আই এর পরে পার্শ্বীয় প্রবেশের মাধ্যমে দুই বছর) সরকারী স্বীকৃত প্রতিষ্ঠান থেকে: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং। ন্যূনতম ৫৫% শতাংশ নম্বর প্রয়োজন (এসসি/ এসটি/ পিডব্লিউবিডি প্রার্থীদের জন্য সংরক্ষিত পদের জন্য পাস নম্বর প্রয়োজন)।
- ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট (ইলেকট্রিকাল) গ্রেড-৪: তিন বছরের পূর্ণ-সময়ের ডিপ্লোমা (অথবা ন্যূনতম এক বছরের মেয়াদের আই টি আই এর পরে পার্শ্বীয় প্রবেশের মাধ্যমে দুই বছর) সরকারী স্বীকৃত প্রতিষ্ঠান থেকে: ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিকাল এবং ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। ন্যূনতম ৫৫% শতাংশ নম্বর প্রয়োজন (এসসি/ এসটি/ পিডব্লিউবিডি প্রার্থীদের জন্য সংরক্ষিত পদের জন্য পাস নম্বর প্রয়োজন)।
- ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট (টি এবং আই) গ্রেড-৪: তিন বছরের পূর্ণ-সময়ের ডিপ্লোমা (অথবা ন্যূনতম এক বছরের মেয়াদের আই টি আই এর পরে পার্শ্বীয় প্রবেশের মাধ্যমে দুই বছর) সরকারী স্বীকৃত প্রতিষ্ঠান থেকে: ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স ও রেডিও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইন্সট্রুমেন্টেশন এবং কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং, ইন্সট্রুমেন্টেশন এবং প্রসেস কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। ন্যূনতম ৫৫% শতাংশ নম্বর প্রয়োজন (এসসি/ এসটি/ পিডব্লিউবিডি প্রার্থীদের জন্য সংরক্ষিত পদের জন্য পাস নম্বর প্রয়োজন)।
- ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট (অপারেটর) গ্রেড-৪ : তিন বছরের পূর্ণ-সময়ের ডিপ্লোমা (অথবা ন্যূনতম এক বছরের মেয়াদের আই টি আই এর পরে পার্শ্বীয় প্রবেশের মাধ্যমে দুই বছর) সরকারী স্বীকৃত প্রতিষ্ঠান থেকে: কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। ইলেকট্রনিক্স ও রেডিও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইন্সট্রুমেন্টেশন ও কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং, ইন্সট্রুমেন্টেশন এবং প্রসেস কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। ন্যূনতম ৫৫% শতাংশ নম্বর প্রয়োজন (এসসি/ এসটি/ পিডব্লিউবিডি প্রার্থীদের জন্য সংরক্ষিত পদের জন্য পাস নম্বর প্রয়োজন)।
- টেকনিক্যাল অ্যাটেনডেন্ট-১, গ্রেড-১ : একটি সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ম্যাট্রিক / ১০ পাস এবং আইটিআই পাস। নির্দিষ্ট আইটিআই স্বীকৃত প্রতিষ্ঠান (ইলেক্ট্রিশিয়ান, ইলেকট্রনিক মেকানিক, ফিটার, ইন্সট্রুমেন্ট মেকানিক, ইন্সট্রুমেন্ট মেকানিক (রাসায়নিক প্ল্যান্ট), মেশিনিস্ট/ মেশিনিস্ট (গ্রাইন্ডার), মেকানিক-কাম-অপারেটর ইলেকট্রনিক্স কমিউনিকেশন সিস্টেম, টার্নার, ওয়্যারম্যান, ড্রাফটসম্যান (মেকানিক্যাল), মেকানিক ইন্ডাস্ট্রিয়াল ইলেক্ট্রনিক্স, ইনফরমেশন টেকনোলজি এবং ইএসএম, মেকানিক (রেফ্রিজারেশন এবং এয়ার কন্ডিশনার), মেকানিক (ডিজেল) এবং সময়কাল (২ বছর), মেকানিক (ডিজেল) ট্রেড ছাড়া, এটি ১ বছর) একটি সরকার থেকে নীচে উল্লেখ করা হয়েছে স্বীকৃত ইনস্টিটিউট/বোর্ড। প্রার্থীদের এস সি ভি টি/এন কি ভি টি দ্বারা জারি করা ট্রেড সার্টিফিকেট/ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট (এন টি কি) থাকতে হবে।
আই ও সি এল অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ ২০২২ বয়স সীমা
১২ সেপ্টেম্বর ২০২২ তারিখে প্রার্থীদের বয়স ১৮ থেকে ২৬ বছরের মধ্যে হতে হবে। বয়স ছাড়-সম্পর্কিত বিশদ বিবরণের জন্য এই পোস্টের নীচে সংযুক্ত বিজ্ঞপ্তিতে পয়েন্ট নং ৭ পড়ুন।
আই ও সি এল অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ ২০২২ নির্বাচন প্রক্রিয়া
লিখিত পরীক্ষা, দক্ষতা এবং শারীরিক পরীক্ষার (এস পি পি টি) উপর ভিত্তি করে আবেদনকৃত প্রার্থীদের সংক্ষিপ্ত তালিকাভুক্ত করা হবে এবং নির্বাচিত করা হবে।
আই ও সি এল অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ ২০২২ কিভাবে আবেদন করতে হবে
- এই পৃষ্ঠার নিচের দিকে অনলাইন আবেদন করার জন্য একটি অফিশিয়াল লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কটার উপরে ক্লিক করতে হবে।
- রেজিস্টার নাও এর উপর ক্লিক করুন।
- সমস্ত পদক্ষেপ এবং প্রক্রিয়া সম্পূর্ণ করুন।
- আপনার মোবাইল নম্বর এবং ইমেল আইডি সাবধানে যাচাই করুন।
- স্টেট ব্যাঙ্ক কালেক্ট এর মাধ্যমে পেমেন্ট করুন।
- ভবিষ্যতের উদ্দেশ্যে আবেদনপত্র প্রিন্ট করুন।
- এডমিটের জন্য অপেক্ষা করুন।
আই ও সি এল অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ ২০২২ গুরুত্বপূর্ণ লিঙ্ক
নিচের দেওয়া টেবিল ফরম্যাট এই আই ও সি এল অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ ২০২২ এর সমস্ত গুরুত্বপূর্ণ অফিশিয়াল লিঙ্কগুলি তুলে ধরেছে।
বিষয় | ছোট শিরোনাম |
অফিসিয়াল বিজ্ঞপ্তি | এখানে পড়ুন |
অফিশিয়াল ওয়েবসাইট | https://iocl.com/ |
অনলাইনে আবেদন করুন | এখানে ক্লিক করুন |
.

ছাত্র-ছাত্রীরা আমার মনে হয় এই পৃষ্ঠাতে যে নিয়োগ প্রক্রিয়ার কথা আলোচনা করা হয়েছে সেটি আপনি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। এই পৃষ্ঠাটি ভালো লেগে থাকলে নিচে শেয়ার বাটন এ ক্লিক করে শেয়ার করতে পারেন।