বর্তমানে কৃষকদের সবথেকে বড় প্রশ্ন পিএম কিষান ১৪ কিস্তির টাকা কবে থেকে ব্যাংক একাউন্টে ঢোকা শুরু হবে। কেন্দ্র সরকার চালিত প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় রেজিস্টার সমস্ত কৃষকরা প্রতিবছর তিনবার দু হাজার টাকা করে ব্যাংক একাউন্টে পেয়ে থাকেন।সেই মতো পিএম কিষান যোজনার ১৩ তম কিস্তির টাকা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বারা ২৭ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে রিলিজ করে দেওয়া হয়েছিল।
পিএম কিষান যোজনার ১৩ তম কিস্তি প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর থেকেই শুরু হয় আগামী কিস্তির কাজ, অর্থাৎ বর্তমানে ১৪ তম কিস্তির প্রক্রিয়া। সেই কারণেই পুরো ভারতবর্ষের সাথে সাথে পশ্চিমবঙ্গের মানুষও বিএনপি শান যোজনার আগামী কিস্তির অপেক্ষায় রয়েছে। আসুন জেনে নেওয়া যাক এই দুজনার ১৪তম কিস্তির টাকা কবে থেকে ব্যাংক একাউন্টে ঢোকা শুরু হতে পারে।

বিগত কয়েক বছরের রিপোর্ট দেখলে জানা যায় প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা টাকা বছরের প্রথম কিস্তির টাকা দেওয়া হয় এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে। এবং দ্বিতীয় কিস্তি দেওয়া হয় আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে। এবং তৃতীয় কিস্তি দেওয়া হয় ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে।
সেই রিপোর্ট অনুযায়ী 2022-২৩ অর্থবর্ষের অন্তিম কিস্তি অর্থাৎ পিএম কিষান ১৩ তম কিস্তি ফেব্রুয়ারি 2023 এ দেওয়া হয়ে গেছে। এবার ২০২৩-২৪ চব্বিশ অর্থবর্ষের প্রথম কিস্তি অর্থাৎ পিএম কিষান ১৪তম কিস্তির টাকা এই মাসেই, অথবা আগামী মাসের প্রথম সপ্তাহের মধ্যে ব্যাংক একাউন্টে ঢোকা শুরু হবে।
পিএম কিষান যোজনা: এই যোজনা পুরোপুরি কেন্দ্র সরকার দ্বারা পরিচালিত ২০১৮ সালের ১লা ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে এই যোজনার পথ চলা শুরু। এই যোজনা অন্তর্গত সমস্ত ছোট বড় কৃষকদের বছরে ৬,০০০ নগদ টাকা কেন্দ্র সরকারের তরফ থেকে তিনটি কিস্তিতে ২০০০ করে ভাগ করে সরাসরি ব্যাংক একাউন্টে জমা করে দেওয়া হয়।
এই যোজনায় কারা সুবিধা পাবে তা রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলের সরকার চিহ্নিত করে দেন। বর্তমানে পিএম কিষান পোর্টাল থেকেও কৃষকরা বাড়িতে বসে নতুন ভাবে আবেদন অথবা পুরানো আবেদন আপডেট করতে পারেন।
পিএম কিষান যোজনার মূল উদ্দেশ্য হলো কৃষকদের বাৎসরিক ছয় হাজার টাকা আয় সুনিশ্চিত করা যেই টাকার মাধ্যমে কৃষকরা নিজেদের মতো করে কৃষিকাজের প্রয়োজনীয় যন্ত্রপাতি, বীজ, সার, ঔষধ, ইত্যাদি, ক্রয় করতে পারবেন। যে সমস্ত কৃষকরা এখনো পর্যন্ত পিএম কিষান যোজনায় নাম নথিভুক্ত করেননি, ওনারা নতুন ভাবে পিএম কিষান যোজনায় নাম নথিভুক্ত করে আগামী কিস্তির টাকা নিতে পারবেন।
আশা করা যায়, খুব শীঘ্রই পিএম কিষান যোজনার ১৪তম কিস্তি টাকা কৃষকদের ব্যাংক একাউন্টে ঢোকা শুরু হয়ে যাবে। এই পেজটি ভালো লেগে থাকলে আপনি আপনার আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধবদের শেয়ার করতে পারেন।
আমি আসাম ও ভারত সরকার কে বার বার অনুরোধ করেছি কেন পি এম কিষান বন্ধ হল জানিনা সব কিছু বেরিভিষন হল সব ঠিক টাক এখন কেন্দ্রীয় সরকার কর্তৃক পরিচালিত আমার পিএম কিষান করে দেবার জন্য অপেক্ষা রহিলাম ধন্যবাদ।
I am in West bengal Nclp teachers union member please open our Nclp school all india আমরা অনেক কষ্টের মাধ্যমে সংসার চালাচ্ছি আজ দীর্ঘ ষোল বছর স্কুল গুলো চলার পর কেন বন্ধ করে রেখেছে কেন্দ্র সরকার চালু করে দেন