হ্যালো বন্ধুরা, আজ আমরা পি এম কিষান সম্মান নিধি যোজনা লিস্ট চেক (PM Kishan Samman Nidhi Yojana List Check In Bangla) সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলবো। পি এম কিষান সম্মান নিধি যোজনা লিস্ট চেক (PM Kishan Samman Nidhi Yojana List Check In Bangla) এর জন্য এন্ড্রয়েড মোবাইল ফোন, ল্যাপটপ/ডেস্কটপ ব্যবহার করতে পারেন।
আপনি যদি পি এম কিষান সম্মাননিধি যোজনা অনলাইনে আবেদন করা থাকেন আবেদনটি অ্যাপ্রুভ হয়েছে কি না, রিজেক্ট বা বাতিল হয়েছে কি না এবং তার পাশাপাশি আপনার ব্যাঙ্ক একাউন্টে টাকা আসছে কি না তা কি ভাবে চেক করতে পারবেন সেই সংক্রান্ত নিয়ে আজ আমরা আলোচনা করবো।
পি এম কিষান সম্মান নিধি যোজনা লিস্ট চেক (PM Kishan Samman Nidhi Yojana List Check In Bangla) এর মাধ্যমে আপনার ব্লকের মধ্যে যেকোনো গ্রাম বা আপনার গ্রামের কোন কোন গ্রামবাসীর নাম ওই লিস্টে এসেছে কিনা? এবং কাদের একউন্টে টাকা আসবে? তা চেক করতে পারবেন।

পি এম কিষান সম্মান নিধি যোজনা লিস্ট চেক কিভাবে করবেন? (PM Kishan Samman Nidhi Yojana List Check In Bangla)
এখানে, আমি আপনাকে কিছু সহজ পদক্ষেপের ফটো দিয়ে বলছি, এই সমস্ত পদক্ষেপগুলি অনুসরণ করলে আপনি এন্ড্রয়েড মোবাইল ফোন, ডেস্কটপ/ল্যাপটপ এর সাহায্য নিয়ে সহজেই পি এম কিষান সম্মাননিধি যোজনা লিস্ট চেক (PM Kishan Samman Nidhi Yojana List Check In Bangla) করতে পারবেন।
স্টেপঃ ১

আপনাকে প্রথমে ব্রাউজার ওপেন করতে হবে, ব্রাউজারের সার্চ অপশনে গিয়ে pmkisan.gov.in লিখে সার্চে করতে হবে। তারপর, পি এম কিষান সম্মান নিধি যোজনার লিঙ্ক চলে আসবে, ওই লিঙ্কে ক্লিক করলে হোম পেজে পৌঁছে যাবেন।
স্টেপঃ ২

এরপর পেজ টিকে নিচের দিকে স্ক্রল ডাউন করতে হবে। ওখানে দেখতে পাবেন বেনেফিসিয়ারি লিস্ট লিখা আছে, ওখানে ক্লিক করতে হবে।
স্টেপ-৩: কি কি করতে হবে তার বিবরণ

ক্লিক করার পর পরবর্তী পেজে চলে আসবেন। এই পেইজে প্রথমে স্টেট অর্থাৎ রাজ্য লেখা আছে তার নিচে একটি বক্স আছে ওই বক্স থেকে আপনাকে আপনার প্রয়োজন মত রাজ্য সিলেক্ট করতে হবে। তারপরে লেখা আছে ডিস্ট্রিক্ট, এর নিচে একটি বক্স আছে সেখান থেকে আপনার প্রয়োজন মত জেলা সিলেক্ট করে নিতে হবে।
তারপরে আছে সাব-ডিস্ট্রিক্ট, ঠিক নিচে আপনাকে আপনার প্রয়োজন মত বক্স থেকে সাব-ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিতে হবে। এরপরে আছে ব্লক, ব্লক এর নিচে আরো একটি বক্স আছে, ওই বক্স থেকে আপনার প্রয়োজন মত মহকুমা সিলেক্ট করে নেবেন। সবশেষে অপশন আছে ভিলেজ বা গ্রাম, ওখান থেকে আপনার প্রয়োজন মত আপনার গ্রাম সিলেক্ট করে নেবেন।
স্টেপ-৪ রাজ্য, জেলা, উপজেলা, মহকুমা, ও গ্রাম নির্বাচন

এখন স্টেট অপশনে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করতে হবে। তারপর আপনার প্রয়োজন মতো ডিস্ট্রিক্ট,সাব-ডিস্ট্রিক্ট, ব্লক এবং ভিলেজ বা গ্রাম সিলেক্ট করে নেবেন। সব কিছু সিলেক্ট করার পর গেট রিপোর্টে (Get Report) ক্লিক করবেন।
স্টেপঃ ৫

ক্লিক করার পর পরবর্তী পেজে আসবেন। ওই পেজে একটি লিস্ট দেখা যাবে। আপনার গ্রামের যেসব গ্রামবাসী পি এম কিষানসম্মান নিধি অ্যাপ্লিকেশন অনলাইনে আবেদন করেছিলন তাদের নাম ওই লিস্টে থাকবে।
ওই লিস্টে থাকা প্রত্যেক ব্যাক্তি টাকা পাচ্ছেন বা টাকা পাবেন। লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে আপনি টাকা পাবেন।
পি এম কিষান সম্মান নিধি যোজনা স্টেটাস চেক কিভাবে করবেন? (PM Kishan Samman Nidhi Yojana Status Check In Bangla)
এবার আমি আপনাদের বলব কিভাবে আপনি আপনার নিজের জন্য প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা বেনেফিশিয়ারি স্ট্যাটাস চেক করবেন? এই স্ট্যাটাস চেক করে আপনি আপনার নিজের টাকা পাওয়ার কিস্তি, টাকা পাওয়া তারিখ, এসব কিছু জানতে পারবেন।
স্টেপঃ ১

আপনাকে প্রথমে ব্রাউজার ওপেন করতে হবে, ব্রাউজারের সার্চ অপশনে গিয়ে pmkisan.gov.in লিখে সার্চে করতে হবে। তারপর, পি এম কিষান সম্মান নিধি যোজনার লিঙ্ক চলে আসবে, ওই লিঙ্কে ক্লিক করলে হোম পেজে পৌঁছে যাবেন।
স্টেপঃ ২

এরপর পেজ টিকে নিচের দিকে স্ক্রল ডাউন করতে হবে। ওখানে দেখতে পাবেন বেনেফিসিয়ারি স্টেটাস লিখা আছে ওখানে ক্লিক করতে হবে।
স্টেপঃ ৩

ক্লিক করার পর পরবর্তী পেজে চলে আসবেন। ওই পেজে তিনটি অপসন আছে, সেই অপসন গুলো হল আধার নম্বর, একাউন্ট নম্বর, মোবাইল নম্বর। ঠিক তার নিচে আছে একটি খালি বক্স ও বক্সের পশে আছে গেট ডাটা।
তিনটি অপশনের মধ্যে যে কোনো একটি ক্লিক করে তার নম্বর ওই খালি বক্সে লিখে গেট ডাটাতে ক্লিক করলে পরবর্তী পেজে চলে যাবে।
স্টেপ: ৪

এই পেজে প্রথমের দিকে কৃষক বা ফার্মারের নাম, মোবাইল নাম্বার, ঠিকানা দেখায়। ঠিক তার নিচে একটিভ/ইন-একটিভ অপসন থাকে, যদি একটিভ লিখা থাকে তাহলে আপনি টাকা পাচ্ছেন বা টাকা পাবেন।
যদি আপনি টাকা পেতে থাকেন তাহলে পেজের নিচে ফাস্ট ইনস্টলমেন্ট, সেকেন্ড ইনস্টলমেন্ট এই ভাবে যতো গুলি ইনস্টলমেন্টে টাকা পেয়েছেন তা লিখা থাকবে এবং তার সাথে পেমেন্ট ডান লিখা থাকবে।
এইভাবে আপনি বাড়িতে বসে এন্ড্রয়েড মোবাইল/ডেস্কটপ বা ল্যাপটপের সাহায্যে বেনেফিসিয়ারি লিস্ট চেক ও বেনেফিসিয়ারি স্টেটাস চেক করতে পারবেন।
তো বন্ধুরা আমি আশা করছি এই পেইজটি আপনার খুব ভালো লেগেছে অথবা আপনার কাজে সম্পূর্ণ সাহায্য করেছে। আপনি ইচ্ছে করলে এই পেজটি শেয়ার করতে পারেন।