SBI Clerk recruitment 2022 West Bengal: চাকরির প্রস্তুতিতে ব্যস্ত ছাত্র-ছাত্রীদের জন্য সুখবর, ভারতীয় স্টেট ব্যাংক এর তরফ থেকে এসবিআই ক্লার্ক নিয়োগ 2022 এর অফিশিয়াল নোটিফিকেশন জারি করে দেওয়া হয়েছে। এই নোটিফিকেশন অনুযায়ী মোট 5486 পদে ক্লার্ক নিয়োগ করা হবে, গ্রাজুয়েট পাস ছাত্র ছাত্রীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
ভারতবর্ষের যে সমস্ত জায়গায় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ব্রাঞ্চ রয়েছে, সেই সমস্ত ব্রাঞ্চে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। এরমধ্যে আমাদের পশ্চিমবঙ্গ রয়েছে, পশ্চিমবঙ্গ ছাড়া সমস্ত রাজ্যের ছাত্রছাত্রীরা তাদের নিজ নিজ রাজ্যে এসবিআই ক্লার্ক পদের চাকরির জন্য আবেদন করতে পারেন।
আমরা এই পৃষ্ঠাতে এসবিআই ক্লার্ক নিয়োগ 2022 সম্পন্ন বিস্তারিত আলোচনা হয়েছে। এই যেমন ধরুন, এসবিআই ক্লার্ক নিয়োগ নোটিফিকেশন পিডিএফ কোথা থেকে ডাউনলোড করবেন? পশ্চিমবঙ্গ রাজ্যে এসবিআই ক্লার্ক এর কত শূন্য পদে নিয়োগ করা হবে? এসবিআই ক্লার্ক নিয়োগ অনলাইন আবেদন কিভাবে করবেন? এই সমস্ত বিষয়ে খুটিনাটি আলোচনা করা হয়েছে।
এসবিআই ক্লার্ক পদে আবেদন শুরুর তারিখ এবং এই পদে আবেদনের অন্তিম তারিখ কি সে বিষয়ে আপনার জানার প্রয়োজন রয়েছে।

এসবিআই ক্লার্ক নিয়োগ 2022
বিগত 6 সেপ্টেম্বর 2022 স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইট এ একটি বিজ্ঞপ্তি জারি করা হয় এবং এই বিজ্ঞপ্তিতে বড় ধরনের নিয়োগের ব্যাপারে ইচ্ছুক প্রার্থীদের আবেদন করার জন্য আহ্বান জানানো হয়েছে। এই নিয়োগ ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যের এস বি আই ব্রাঞ্চ ক্লার্ক পদে করা হবে ন্যূনতম গ্র্যাজুয়েট পাশ ছাত্র ছাত্রীরা এই পদের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন আবেদন করার জন্য কিছু শুল্ক প্রদান করতে হবে যার ব্যাপারে আমি নিচে আলোচনা করেছি।
এসবিআই ক্লার্ক নিয়োগ 2022 – গুরুত্বপূর্ণ অংশ
নিচে দেওয়া টেবিলের ফরমেটটি এসবিআই ক্লার্ক নিয়োগ 2022 নোটিফিকেশনের বেশকিছু গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরেছে।
নিয়োগ সংস্থা | স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এস বি আই) |
মোট শূন্যপদ | ৫৪৮৬ |
পদের নাম | জুনিয়ার অ্যাসোসিয়েট (ক্লার্ক) |
পোস্ট বিভাগ | চাকরি |
চাকুরি স্থান | নিজ নিজ রাজ্য |
অ্যাপ্লিকেশন মোড | অনলাইন |
নির্বাচন প্রক্রিয়া | অনলাইন অবজেক্টিভ টাইপ পরীক্ষা |
অফিশিয়াল ওয়েবসাইট | https://bank.sbi/careers or https://www.sbi.co.in/careers |
এসবিআই ক্লার্ক নিয়োগ 2022
এসবিআই ক্লার্ক নিয়োগ 2022 বিজ্ঞপ্তি কোড
নিয়োগ কোড বা বিজ্ঞাপন নম্বর CRPD/CR/2022-23/15
এখানে বলে রাখি যখনই কোন নিয়োগ নোটিফিকেশন পড়বেন অথবা নিয়োগ নিয়োগের জন্য অনলাইনে আবেদন করবেন অবশ্যই নোটিফিকেশন নম্বর অথবা নিয়োগ কোড নম্বরটি জেনে নেবেন। কারণ এই কোড নম্বর দ্বারা একটি নিয়োগ প্রক্রিয়া অন্য একটি নিয়োগ প্রক্রিয়া থেকে আলাদা হয়.
এসবিআই ক্লার্ক নিয়োগ 2022 গুরুত্বপূর্ন তারিখগুলো
নিচে দেওয়া টেবিল আকারের ফরমেটটি এই নিয়োগের বেশ কিছু গুরুত্বপূর্ণ তারিখের কথা তুলে ধরেছে।
বিষয় | তারিখগুলি |
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ | ৬ সেপ্টেম্বর ২০২২ |
আবেদন শুরুর তারিখ | ৭ সেপ্টেম্বর ২০২২ |
আবেদনের শেষ তারিখ | ২৭ সেপ্টেম্বর ২০২২ |
আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ | ২৭ সেপ্টেম্বর ২০২২ |
এসবিআই ক্লার্ক নিয়োগ 2022
এসবিআই ক্লার্ক নিয়োগ 2022 শূন্যপদের বিবরণ
ভারতবর্ষের সমস্ত রাজ্য মিলিয়ে মোট শূন্যপদ সংখ্যা ৫৪৮৬ যদি আমরা পশ্চিমবঙ্গের কথা বলি তাহলে মোট শূন্যপদ ৪০৩ এবং এই শূন্য পদ সমস্ত ক্যাটাগরির প্রার্থীদের জন্য নিচে দেওয়া টেবিল ফরম্যাট সেই সমস্ত ক্যাটাগরিতে কতজন করে এসবিআই ক্লার্ক নিয়োগ করা হবে তার ব্যাপারে বর্ণনা দিচ্ছে।
SBI Clerk Recruitment 2020 West Bengal শূন্যপদ – ৪০৩
জাতি | শূন্যপদ |
রেগুলার ভ্যাকেন্সি ⤵ | – |
সাধারণ জাতি (UR) | ১৩৬ |
তফসিলি জাতি (SC) | ৭৮ |
তফসিলি উপজাতি (ST) | ১৭ |
ওবিসি | ৭৫ |
ই ডব্লিউ এস | ৩৪ |
প্রতিবন্ধী (VI) | ৪ |
প্রতিবন্ধী (HI) | ৪ |
প্রতিবন্ধী (LD) | ৩ |
প্রতিবন্ধী (d&c) | ৩ |
প্রাক্তন সার্ভিসম্যান | ৩৪ |
প্রাক্তন সার্ভিসম্যান প্রতিবন্ধী | ১৫ |
ব্যাকলগ ভ্যাকেন্সি ⤵ | – |
তফসিলি জাতি (SC) | ০ |
তফসিলি উপজাতি (ST) | ০ |
ওবিসি | ০ |
প্রতিবন্ধী (VI) | ০ |
প্রতিবন্ধী (HI) | ০ |
প্রতিবন্ধী (LD) | ০ |
প্রতিবন্ধী (d&c) | ০ |
প্রাক্তন সার্ভিসম্যান | ০ |
প্রাক্তন সার্ভিসম্যান প্রতিবন্ধী | ০ |
মোট | ৪০৩ |
উপরের টেবিলে আপনারা ব্যাকলগ ক্যাটাগরি নামের একটি অপশন দেখতে পাচ্ছেন। ব্যাকলগ ক্যাটাগরি হলো এর আগের নিয়োগ যখন হয়েছিল তখন কিছু তপশিলি জাতি উপজাতি দের জন্য পদ বরাদ্দ করা হয়েছিল কিন্তু তা প্রার্থীর অভাবে সম্পূর্ণ হয়নি। সেই হিসেবে আবার নিয়োগ প্রক্রিয়ার সময় সেই পদ গুলিকে ব্যাকলগ ক্যাটাগরি হিসাবে তুলে ধরা হয়।
এসবিআই ক্লার্ক নিয়োগ 2022 বেতন কাঠামো
এসবিআই ক্লার্ক পদে যোগ্য প্রার্থীদের ন্যূনতম বেতন ১৭,৯০০ টাকা থেকে সর্বোচ্চ বেতন ৮৭,৯২০ টাকা এ ছাড়াও অতিরিক্ত অ্যালাউন্স থাকবে।
এসবিআই ক্লার্ক নিয়োগ 2022 নিয়োগের আবেদন ফি
ক্যাটাগরি | ফি চার্জ |
জেনারেল/ ওবিসি/ ই ডাব্লিউ এস | ৭৫০ টাকা |
এসসি/ এসটি/ প্রতিবন্ধী/ প্রাক্তন সার্ভিসম্যান | বিনামূল্য |
পেমেন্ট মোড | অনলাইন |
পেমেন্ট গেটওয়ে | ক্রেডিট কার্ড/ ডেবিট কার্ড/ ইন্টারনেট ব্যাংকিং |
এসবিআই ক্লার্ক ২০২২ পদে আবেদনকারী প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা
কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে গ্রাজুয়েট পাস এবং সঙ্গে সমন্বিত দ্বৈত ডিগ্রি সার্টিফিকেট থাকতে হবে।
এসবিআই ক্লার্ক নিয়োগ 2022 বয়স সীমা
এসবিআই ক্লার্ক পদে আবেদনকারী প্রার্থীর বয়স ১৮ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে বয়স ১লা আগস্ট ২০২২ তারিখ ধরে গণনা করা হবে। অর্থাৎ আবেদনকারী প্রার্থীর জন্ম ২ রা আগস্ট ১৯৯৪ থেকে ১ লা আগস্ট ২০০২ সালের মধ্যে হতে হবে।
এসবিআই ক্লার্ক নিয়োগ 2022 নির্বাচন প্রক্রিয়া
এই পদে নির্বাচন প্রক্রিয়ার দুটি ধাপে সম্পন্ন করা হবে সবার প্রথম প্রেলিমিনারি পরীক্ষা, এবং দ্বিতীয় ধাপে ফাইনাল পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। দুটি পরীক্ষায় অনলাইন হবে।
এসবিআই ক্লার্ক নিয়োগ 2022 অনলাইন আবেদন কিভাবে করতে হবে
- এই পৃষ্ঠার নিচের দিকে অনলাইন আবেদন করার জন্য একটি অফিশিয়াল লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কটার উপরে ক্লিক করতে হবে।
- এবার যে পৃষ্ঠাটি ওপেন হবে তার ডান দিকে এপ্লাই অনলাইন নামের অপশন দেখতে পাবেন ওখানে ক্লিক করুন।
- এবার আপনার সামনে একটি পেজ ওপেন হবে যেখানে আপনার সমস্ত তথ্য পূরণ করে পরপর চারটি ধাপে আপনি এসবিআই ক্লার্ক নিয়োগ 2022 এ অনলাইন আবেদন সম্পন্ন করতে পারবেন।
- প্রার্থীর নিজের ছবি, সই, বাম হাতের বুড়ো আঙ্গুলের ছাপ, হাতের লেখা, এই সমস্ত জিনিস গুলি অনলাইন ফর্ম ফিলাপ করার সময় স্ক্যান করে আপলোড করতে হবে।
- ফরমটি ভালো ভাবে পূরণ করার পর অনলাইনে পেমেন্ট করে আপনার আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে।
গুরুত্বপূর্ণ লিঙ্ক
নিচের দেওয়া টেবিল ফরম্যাট এই এসবিআই ক্লার্ক নিয়োগ 2022 এর সমস্ত গুরুত্বপূর্ণ অফিশিয়াল লিঙ্কগুলি তুলে ধরেছে।
বিষয় | ছোট শিরোনাম |
অফিসিয়াল বিজ্ঞপ্তি | এখানে দেখুন |
অফিশিয়াল ওয়েবসাইট ১ | https://bank.sbi/careers |
অফিশিয়াল ওয়েবসাইট ২ | https://www.sbi.co.in/careers |
অনলাইনে আবেদন করুন | https://ibpsonline.ibps.in/sbijajul22/ |
কিছু প্রশ্নের উত্তর –
এসবিআই ক্লার্ক নিয়োগ 2022 পশ্চিমবঙ্গের শূন্য পদের সংখ্যা কত?
এসবিআই ক্লার্ক নিয়োগ 2022 মোট শূন্যপদ 5486 এর মধ্যে পশ্চিমবঙ্গের সমস্ত জাতির প্রার্থীদের জন্য মোট শূন্যপদ 403।
এসবিআই ক্লার্ক নিয়োগ 2022 নির্বাচন প্রক্রিয়া কিভাবে হবে?
নির্বাচন প্রক্রিয়া অনলাইন পরীক্ষার মাধ্যমে হবে, প্রথম পরীক্ষা প্রিলিমিনারি টেস্ট 100 নাম্বার 100 টি প্রশ্ন অনলাইনের মাধ্যমে হবে। দ্বিতীয় পরীক্ষা ফাইনাল এক্সাম 190 টি প্রশ্ন 200 নাম্বারের জন্য 2 ঘন্টা 40 মিনিট অনলাইন পরীক্ষা নেওয়া হবে।
ছাত্র-ছাত্রীরা আমার মনে হয় এই পৃষ্ঠাতে যে নিয়োগ প্রক্রিয়ার কথা আলোচনা করা হয়েছে সেটি আপনি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। এই পৃষ্ঠাটি ভালো লেগে থাকলে নিচে শেয়ার বাটন এ ক্লিক করে শেয়ার করতে পারেন।