পশ্চিমবঙ্গের স্বাস্থ্য সাথী প্রকল্পে নিয়োগ ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর আইটি ২০২২ সাউথ ২৪ পরগনা: দক্ষিণ ২৪ পরগণা জেলার চাকরির প্রস্তুতির জন্য ব্যস্ত ছাত্র-ছাত্রীদের জন্য সুখবর। পশ্চিমবঙ্গ রাজ্যের সাউথ ২৪ পরগনার ডিস্ট্রিক্ট আর.এস.বি.ওয়াই সেল (স্বাস্থ্য সাথী সেল)-এর তরফ থেকে ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর আইটি ২০২২ সাউথ ২৪ পরগনা এর অফিসিয়াল নোটিফিকেশন জারি করে দিয়েছে। পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগণা জেলায় ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর আইটি নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ ২৪ পরগণা জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিষ্ট্রেট ও ডিস্ট্রিক্ট কালেক্টরের তরফ থেকে ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর আইটি পদের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নোটিফিকেশন অনুযায়ী পোস্ট গ্রাজুয়েট পাস ছাত্র-ছাত্রীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।

আমরা এই পৃষ্ঠাতে ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর আইটি ২০২২ সাউথ ২৪ পরগনা সম্পর্কে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করবো। এই যেমন ধরুন, ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর আইটি ২০২২ সাউথ ২৪ পরগনা নিয়োগ নোটিফিকেশন পিডিএফ কোথা থেকে ডাউনলোড করবেন? ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর আইটি ২০২২ সাউথ ২৪ পরগনা এর কত শূন্য পদে নিয়োগ করা হবে? ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর আইটি ২০২২ সাউথ ২৪ পরগনা নিয়োগ অনলাইন আবেদন কিভাবে করবেন? এই সমস্ত বিষয় নিয়ে খুটিনাটি আলোচনা করা হয়েছে।
ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর আইটি ২০২২ সাউথ ২৪ পরগনা পদে আবেদন শুরুর তারিখ এবং এই পদে আবেদনের অন্তিম তারিখ কি সে বিষয়ে আপনার জানার প্রয়োজন আছে।
ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর আইটি ২০২২ সাউথ ২৪ পরগনা
বিগত ৯ সেপ্টেম্বর ২০২২ থেকে সাউথ ২৪ পরগণা (এস ২৪ পিজিএস. ইন)-এর ওয়েবসাইট এ একটি বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে এবং এই বিজ্ঞপ্তিতে নিয়োগের ব্যাপারে ইচ্ছুক প্রার্থীদের আবেদন করার জন্য আহ্বান জানানো হয়েছে। এই নিয়োগ পশ্চিমবঙ্গের সাউথ ২৪ পরগণা জেলার ন্যূনতম পোস্ট গ্র্যাজুয়েট পাশ ও কম্পিউটারের নলেজ থাকা প্রার্থী এই পদের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।
ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর আইটি ২০২২ সাউথ ২৪ পরগনা – গুরুত্বপূর্ণ অংশ
নিচে দেওয়া টেবিলের ফরমেটটি ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর আইটি ২০২২ সাউথ ২৪ পরগনা নোটিফিকেশনের বেশকিছু গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরেছি।
নিয়োগ সংস্থা | ডিস্ট্রিক্ট আর.এস.বি.ওয়াই সেল |
মোট শূন্যপদ | ১ |
পদের নাম | ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর আইটি |
পোস্ট বিভাগ | চাকরি |
চাকুরি স্থান | দক্ষিণ ২৪ পরগণা, পশ্চিমবঙ্গ |
অ্যাপ্লিকেশন মোড | অনলাইন |
নির্বাচন প্রক্রিয়া | অনলাইন অবজেক্টিভ টাইপ পরীক্ষা, ইন্টারভিউ এবং কম্পিউটার টেস্ট |
অফিশিয়াল ওয়েবসাইট | পেজের নিচে লিংক দেওয়া আছে |
ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর আইটি ২০২২ সাউথ ২৪ পরগনা নিয়োগ মেমো নম্বর
নিয়োগ মেমো বা বিজ্ঞাপন নম্বর 986 / RSBY
এখানে বলে রাখি যখনই কোন নিয়োগ নোটিফিকেশন পড়বেন অথবা নিয়োগের জন্য অনলাইনে আবেদন করবেন অবশ্যই নোটিফিকেশন নম্বর অথবা নিয়োগ কোড নম্বরটি জেনে নেবেন। কারণ এই কোড নম্বর দ্বারা একটি নিয়োগ প্রক্রিয়া অন্য একটি নিয়োগ প্রক্রিয়া থেকে আলাদা হয়।
ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর আইটি ২০২২ সাউথ ২৪ পরগনা গুরুত্বপূর্ন তারিখগুলো
নিচে দেওয়া টেবিল আকারের ফরমেটটি এই নিয়োগের বেশ কিছু গুরুত্বপূর্ণ তারিখের কথা তুলে ধরেছি।
বিষয় | তারিখগুলি |
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ | ৯ সেপ্টেম্বর ২০২২ |
আবেদন শুরুর তারিখ | ১০ সেপ্টেম্বর ২০২২ |
আবেদনের শেষ তারিখ | ২৯ সেপ্টেম্বর ২০২২ |
আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ | |
ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর আইটি ২০২২ সাউথ ২৪ পরগনা শূন্যপদের বিবরণ
পোস্ট | শূন্যপদ |
ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর আইটি | ১ |
মোট | ১ |
ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর আইটি ২০২২ সাউথ ২৪ পরগনা বেতন কাঠামো
ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর আইটি নিয়োগটি চুক্তিভিত্তিক এবং এর ফিক্সড বেতন হল ২৮,৬৬২ টাকা।
ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর আইটি ২০২২ সাউথ ২৪ পরগনা নিয়োগের আবেদন ফি
আবেদন ফি এর ব্যাপারে কোনো উল্লেখ নেই অর্থাৎ আবেদনের জন্য কোন ফি দিতে হবে না।
ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর আইটি ২০২২ সাউথ ২৪ পরগনার শিক্ষাগত যোগ্যতা
- আবেদনকারীকে পোস্ট গ্রাজুয়েট উইথ নলেজ অফ কম্পিউটার পি জি ডি সি এ কোর্স থাকতে হবে।
- আবার ডিপ্লোমা/ পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন বিজনেস ম্যানেজমেন্ট অর বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থাকলেও চলবে।
ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর আইটি ২০২২ সাউথ ২৪ পরগনার বয়স সীমা
- আবেদনকারীর বয়স ১ জানুয়ারি ২০২২ তারিখের মধ্যে বয়স ৪০ বছরের বেশি হওয়া চলবে না।
- তবে বর্তমান সরকার এর আদেশ অনুসারে এস সি, এস টি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর প্রার্থীদের জন্য উচ্চ বয়সের সীমা ছাড় রয়েছে।
ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর আইটি ২০২২ সাউথ ২৪ পরগনা নির্বাচন প্রক্রিয়া
- প্রথমে ৭৫ নম্বরের মাল্টিপল চয়সে প্রশ্নের উপর পরীক্ষা হবে।
- প্রথম পরীক্ষা থেকে টপ ৫০ জন আবেদনকারীকে কম্পিউটার টেস্টের জন্য ডাক হবে।
- সবশেষে ইন্টারভিউয়ের পর সিলেক্ট করা হবে।
ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর আইটি ২০২২ সাউথ ২৪ পরগনা কিভাবে আবেদন করতে হবে
- এই পৃষ্ঠার নিচের দিকে অনলাইন আবেদন করার জন্য একটি অফিশিয়াল লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কটার উপরে ক্লিক করতে হবে।
- আবেদনপত্র পূরণ করুন।
- প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করুন।
- অ্যাপ্লিকেশন ফি অনলাইনে পে করুন।
- ভবিষ্যতের উদ্দেশ্যে আবেদনপত্র প্রিন্ট করুন।
ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর আইটি ২০২২ সাউথ ২৪ পরগনা গুরুত্বপূর্ণ লিঙ্ক
নিচের দেওয়া টেবিল ফরম্যাট এই ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর আইটি ২০২২ সাউথ ২৪ পরগনা এর সমস্ত গুরুত্বপূর্ণ অফিশিয়াল লিঙ্কগুলি তুলে ধরেছে।
বিষয় | ছোট শিরোনাম |
অফিসিয়াল বিজ্ঞপ্তি | এখানে পড়ুন |
অফিশিয়াল ওয়েবসাইট | https://s24pgs.in/ |
অনলাইনে আবেদন করুন | https://s24pgs.in/ |
.
ছাত্র-ছাত্রীরা আমার মনে হয় এই পৃষ্ঠাতে যে নিয়োগ প্রক্রিয়ার কথা আলোচনা করা হয়েছে সেটি আপনি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। এই পৃষ্ঠাটি ভালো লেগে থাকলে নিচে শেয়ার বাটন এ ক্লিক করে শেয়ার করতে পারেন।